Tuesday , March 2 2021

আমিরের 'অ্যাসটেরিক্স' পরিবার …- 708161 | কালের কণ্ঠ'অ্যাসটেরিক্স' কমিকস ভক্তরা হয়তো ছবিতে থাকা চরিত্রগুলো এক দেখাতেই চিনে পেরেছে. হয়তো গেটাফিক্সরূপী কিরণ রাওকেও চিনতে পারেন. What are you looking for? এই বেশভূষার পেছনের মানুষটি হচ্ছেন আমির খান. বন্ধুদের জন্য ছেলে আজাদের দেওয়া 'অ্যাসটেরিক্স' থিম পার্টির আয়োজনে তার মা-বাবার এমন সাজ.

আজাদকে দেখা যাচ্ছে অ্যাসটেরিক্সের বেশে. আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও সেজেছেন যথাক্রমে ওবেলিক্স ও গেটাফিক্স. মজার ব্যাপার হলো, তাঁদের পোষা কুকুরটাও বাদ পড়েনি. আমিরের কোলের কুকুরটিকে দেওয়া হয়েছে ওবেলিক্সেরই প্রিয় কুকুর 'ডগম্যাটিক্স'-এর নাম.

আরেকটি ছবিতে দেখা যায় 'অ্যাসটেরিক্স' কমিকসের মতো গেটাফিক্সরূপী কিরণ ছেলে আজাদকে 'জাদুর স্যুপ' খাইয়ে দিচ্ছেন. এই ছবি পোস্ট করে আমির লিখেছেন, 'অ্যাসটেরিক্স তার শক্তি বাড়ানোর স্যুপ খাচ্ছে. ওবেলিক্স এখনো অপেক্ষায়. '

এ রকমই বেশ কিছু মজার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট.


Source link